সরকারকে আরও ২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষকরা এই হুঁশিয়ারি দেন।
মুখের আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই শিক্ষা কার্যক্রমে ফিরতে চান শিক্ষকরা। তাদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে চলছে সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কর্মবিরতিও। অনতিবিলম্বে শিক্ষকদের এসব দাবি মেনে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তারা।
শুরুতে ১২ টা পর্যন্ত আল্টিমেটাম দিলেও পরে ২ ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান শিক্ষকরা। হুঁশিয়ারি করে তারা বলেন, প্রজ্ঞাপন না দিলে সচিবালয়ে অভিমুখে যাত্রা করবেন তারা। সেই সঙ্গে যুক্ত হবে শিক্ষার্থীরাও।
রোববার (১২ অক্টোবর) থেকে এসব দাবি নিয়ে রাজ পথে অবস্থান করছেন শিক্ষকরা। শুরুতে প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও, পরে পুলিশি বাধায় সেদিন থেকেই অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।