News update
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     
  • Dhaka’s air remains ‘very unhealthy’, world's 3rd worst Tuesday     |     
  • US, Bangladesh explore expanding collaboration in energy sector     |     
  • Tarique wraps up 2nd phase of campaign with 6 rallies in 14 hrs     |     
  • Tigers return but deer on decline in Sundarbans     |     

নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-08, 1:05pm

werwe4r32-bb2ac492f74d256565e86e519050f0371757315119.jpg




সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। সেখানে ধূমপান ও ভেপ গ্রহণের কঠিন পরিণতির কথা জানিয়ে ভক্তদের সতর্ক করেন তিনি। 


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সতর্কতামূলক ওই পোস্টে আরশ খান লিখেন, ‘১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।’


এ পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোড়ন শুরু হয়ে যায় বাংলাদেশি নেটিজেনদের মধ্যে। বিচলিত হয়ে পড়েন আরশের অনেক ভক্তও। এবার বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেছেন আরশ। সেখানে ভক্তদেরকে জানিয়েছেন নিজের ফুসফুস আর স্বাস্থ্যের সবশেষ অবস্থা। 

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে আরশ খান বলেন, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য। 

তিনি আরও লিখেন, আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ। 

পোস্টের শেষে আরশ লিখেন, আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।

এর আগে, ধূমপান ও ভেপ গ্রহণের কঠিন পরিণতির কথা উল্লেখ করে দেওয়া স্ট্যাটাসে অভিনেতা লিখেছিলেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।

সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপ ব্যবহার শুরু করেছিলেন। তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। এরপর অভিনেতা আরও লিখেছেন, বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।

সবশেষ ধূমপান ও ভেপ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে আরশ খান তার ওই পোস্টে লিখেছিলেন, ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।আরটিভি