
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানের সিদ্ধান্ত নিতে পারেন এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন থেকে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো ইঙ্গিত না থাকলেও, ইসরাইলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত করছে।
জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সিদ্ধান্ত-গ্রহণ প্রক্রিয়া অনিশ্চিত এবং তিনি হামলার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে পারেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত আছে। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হলে ইসরাইলি বিমান বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান কীভাবে এবং আদৌ প্রতিক্রিয়া জানাবে কি না– সে বিষয়টি ধারাবাহিকভাবে পর্যালোচনা করছে ইসরাইলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর মধ্যে ইসরাইলকে সংঘাতে জড়ানোর উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনাও অন্তর্ভুক্ত।
তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইরান যে প্রাথমিক লক্ষ্য হিসেবে ইসরাইলকেই বেছে নেবে তা নিশ্চিত নয়।
তাদের মতে, যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘস্থায়ী হলে বা ইরানের নেতৃত্ব তাদের শাসনব্যবস্থার স্থিতিশীলতার জন্য প্রকৃত হুমকি অনুভব করলেই কেবল ইসরাইলকে সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে পারে। সূত্র: হারেৎজ, ইরান ইন্টারন্যাশনাল