News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

সিরিয়া থেকে রকেট ছোড়ার পর ইসরাইলের পাল্টা হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-04, 7:47am

70eb4a194f3b774b152947890f850e4c3c061fbccd1d46f7-8179b41e5edadd887f211f9cab5c74ed1749001674.jpg




ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলায় উল্লেখযোগ্য ‘মানবিক ও স্থাপনার ক্ষয়ক্ষতি’ হয়েছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জুন) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গোলান মালভূমিতে দুটি রকেট হামলার জবাবে তারা দক্ষিণ সিরিয়ার কিছু অংশে গোলাবর্ষণ করেছে।

তবে সিরিয়া সরকার জোর দিয়ে বলছে, সিরিয়ার ভূখণ্ড থেকে রকেট হামলার বিষয়টি তারা তদন্ত করে দেখছে। এছাড়া তারা কারও জন্য হুমকি নয় বলেও জানায়।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য কারা দায়ী স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি। তবে এ হামলার দায় স্বীকার করেছে নতুন একটি গোষ্ঠী মোহাম্মদ দেইফ ব্রিগেডস। যদিও এই গোষ্ঠীটির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা বিশ্বাস করি যে এমন অনেক গোষ্ঠী রয়েছে যা তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে।’

গোলান মালভূমিতে রকেট হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরাইল রাষ্ট্রের জন্য যেকোনো হুমকি ও আগুন নিয়ে খেলার জন্য সরাসরি দায়ী হিসেবে বিবেচনা করি।’

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সিরিয়া দীর্ঘদিন ধরে আরব-ইসরাইল সংঘাতের প্রধান ফ্রন্টলাইন রাষ্ট্র। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমি দখল করে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সময় সীমান্ত অঞ্চলে আরও এলাকা দখল করে নেয়।