News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

পেহেলগামকাণ্ডে মুসলিমদের প্রতি যে আহ্বান জানালেন ওয়াইসি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-25, 1:26pm

img_20250425_132349-cd14c378fb77d37b88a27b80314b0e391745565988.jpg




ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। জুমার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথা বলেছেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন হায়দ্রবাদের সংসদ সদস্য।

টুইটারে এক ভিডিওবার্তায় ওয়াইসি বলেছেন, ‘কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি—বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।’

ভিডিওতে নরেন্দ্র মোদির ব্যর্থতার কথা তুলে ধরে আর্টিকেল ৩৭০ এর সমালোচনা করেছেন ওয়াইসি। 

পেহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে হায়দ্রবাদের এমপি বলেছেন, এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদি সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরী সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালায়। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।