ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাতে ইউক্রেনের প্রতি আহ্বানও জানিয়েছে ক্রেমলিন।
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে বলে জানানো হয়।
এদিন টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আজ (মস্কো সময়) সন্ধ্যা ৬টা (জিএমটি বিকেল ৩টা) থেকে রোববার মধ্যরাত (জিএমটি রাত ৯টা) পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।'
পুতিন সতর্ক করে আরও বলেছেন, যদি কোনো উস্কানি বা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে তাহলে রুশ বাহিনী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।
তবে পুতিনের ঘোষণার পরপরই ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। তিনি এই পরিস্থিতিকে ‘মানুষের জীবন নিয়ে পুতিনের আরেকটি খেলা’ হিসেবে অভিহিত করেছেন।
জেলেনস্কি বলেন, ‘আমাদের আকাশে শাহেদ ড্রোন ইস্টার এবং মানব জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব প্রকাশ করে।’
যদিও জেলেনস্কি সরাসরি পুতিনের ঘোষিত ‘ইস্টার যুদ্ধবিরতির’ কথা উল্লেখ করেননি, তবে তার মন্তব্যগুলো এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ‘নিয়ন্ত্রণ অঞ্চল’ প্রসারিত হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছিলেন, মস্কো বা কিয়েভ যদি শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন করে তোলে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেবে।