News update
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     
  • NYT paints troubling, one-sided view of Bangladesh     |     
  • Two brothers killed in Narsingdi over extortion refusal     |     
  • Death toll from Myanmar earthquake surpasses 1,700     |     
  • Children’s entertainment centres buzz with Eid crowds      |     

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের সুযোগ পেলেন মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-03-23, 7:48am

img_20250323_074440-f7ec4c7fe9094ef63fdd5c62a7aea5fd1742694523.jpg




আবারও সুযোগ পেলেন ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীরা। তাদের পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় আবারও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন অনুপস্থিত প্রার্থীরা। এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছানের সই করা করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। যেসব পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশ নিতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাদের পরীক্ষা আগামী ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে নেয়া হবে।

এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সঙ্গে যা আনা লাগবে: শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সময়