News update
  • US to Pause Immigrant Visas for 75 Countries Including Bangladesh     |     
  • 11-Year Run of Record Global Heat Continues: UN Agency     |     
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     

‘ভাঙছে না জোট’, ১১ দলের আসনের চূড়ান্ত ঘোষণা রাতে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-15, 4:40pm

7ff368cfc3a3fa1131264c0593391b99bddc6a3f456de5b9-ef8018c46a2c80894b74e766f68c0b281768473651.jpg




শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে। যার চূড়ান্ত ঘোষণা হবে রাত ৮টায়।

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

ইসলামি জোটের ১১ দলের আসন সমঝোতার বিষয়ে রাত ৮টায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘জোটে কিছু মতভিন্নতা রয়েছে। এরপরও রাতে আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।’

এখন পর্যন্ত ১১ দল একসঙ্গে থাকার প্রত্যাশা রয়েছে জানিয়ে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনসহ  ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সেখানে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।’ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জোটের ব্যাপারে জায়গা থেকে এক থাকার আশাবাদী আমরা। আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, যার ফলে দেরি হচ্ছে।’

জোটে মতভিন্নতা থাকলেও সবাই সবাইকে সহযোগিতা করবে বলেও প্রত্যাশা নাহিদ ইসলামের।