News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

শৃঙ্খলা ভঙ্গের জন্য মহসিন রশিদকে সভাপতি থেকে অব্যাহতি

যে কোন মূল্যে তফসিল অনুযায়ী নির্বাচন করতে হবে -কাজী আবুল খায়ের

রাজনীতি 2025-12-14, 10:52pm

an-extended-meeting-o-the-central-working-committee-of-bangladesh-muslom-league-weas-held-at-its-central-office-on-sunday-14-dec-2025-d375ad32cf8011734cce556031b82cb01765731132.jpeg

An extended meeting o the central working committee of Bangladesh Muslom League weas held at its central office on Sunday 14 Dec 2025.



ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ঘন্টার মধ্যেই জুলাই অভ্যুত্থানের ধারক ও বাহক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণ করে হত্যা চেষ্টার ঘটনা নিশ্চিত ভাবেই নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে থাকা পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পাশাপাশি অন্যান্য স্থানীয় অথবা বিদেশী কোন শক্তি এতে জড়িত কিনা তা খতিয়ে দেখা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে যে কোন মূল্যে তফসিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার কোন বিকল্প পথ খোলা নেই। এরকম অবস্থায় জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ না থেকে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হলে তাতে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বাস্তবায়নেই সহায়তা করা হবে। গতকাল (১৩ ডিসেম্বর,২০২৫) সকাল দশটায় বাংলাদেশ মুসলিম লীগের ঢাকা মহানগরীর কার্যালয়ে (২৪-২৫দিলকুশা) দলের স্থায়ী কমিটির সদস্য, ওয়াজির আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির জরুরী সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আকবর হোসেন পাঠান, শেখ এ সবুর, সৈয়দ আব্দুল হান্নান নূর, ইঞ্জি. গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী ও শেখ মোহাম্মদ আবু জাফর, সহ সভাপতি এস.এম ইসলাম আলী, লিয়াকত আলী, ফয়সাল চৌধুরী, বি.এম নিজাম, সিএসকে সিদ্দিকী, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী ও মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান মাসুদ, মাহবুবুর রহমান ভূঁইয়া, আব্দুল কুদ্দুছ মোল্লা, নির্বাহী সদস্য মুফতী রফিকুল ইসলাম, মামুনুর রশীদ, মো. মামুন, মো. জসিমউদ্দীন, মজিবুর রহমান, হাসমতউল্ল্যাহ শেখ, আনছার আলী, আনিছুর রহমান, এম.এ জিন্নাহ, শফিকুল ইসলাম জাবেদ, মঞ্জুরুল ইসলাম, মোজাক্কের বারী, রায়হান খান প্রমুখ।

ডিসেম্বর, ২০২৫, ফ্যাসিবাদের দোসরদের গড়া জোটে (জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ) দলীয় সিদ্ধান্ত অমান্য করে একক সিদ্ধান্তে দলের সভাপতি এ্যাড. মহসীন রশিদ যোগ দিয়ে দলীয় আদর্শ পরিপন্থী অবস্থান, শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন সময়ে বিতর্কিত ভূমিকা নিয়ে দলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং পরবর্তী সময় পর্যন্ত অস্থায়ী সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য দলের স্থায়ী কমিটির প্রবীনতম সদস্য ওয়াজির আলী মোড়লকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে। সভায় আরও নিশ্চিত করা হয়েছে যে, বাংলাদেশ মুসলিম লীগ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ বা এরকম কোন জোটের সাথে সম্পর্কিত নয়। এছাড়াও সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি