News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-11-21, 6:00pm

37a3464d1d0ed8c7c99d13fc4f4788b4267436a90b1ff877-b6df64cc1e64b9a7db5a9fffcb15dc3b1763726444.jpg




শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে বেশকিছু হতাহতের খবর পাওয়া গেছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তীব্র এ ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সংবাদ সংস্থা রয়টার্স ও আনাদোলু বাংলাদেশে ভূমিকম্পের খবর দিয়েছে। এছাড়াও ডেইলি সাবাহ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, ডয়চে ভেলে, আল আরবিয়া, দ্য ডনসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশে ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও। 

হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও এ খবর জানিয়েছে। 

এদিকে, ঢাকাসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে। 

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়।