News update
  • Mugging money using Dr. Yunus’ name and Facebook platform     |     
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     

ডিএসইর বাজার মূলধনে যোগ হলো আরও ১০৭৩৩ কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-07-11, 7:50am

834a74981501bd28674fb9dfa88a43fd79f4d1b8a95e0f95-1-247e44119c628cca4b2c714d72315ed01752198646.jpg




সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৩৩ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.৬১ শতাংশ বা ১০ হাজার ৭৩৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৩.৯৭ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭২.৫০ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৫.৫৭ পয়েন্ট বা ৩.৩৪ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ২৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৭ লাখ টাকা বা ৩০.৮৭ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ২১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ১৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৪টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ৩.৩০ শতাংশ ও ৩.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০৭৮.১৯ পয়েন্টে ও ৮৫৯৮.৪৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৩.০৫ শতাংশ ও সিএসই-৩০ সূচক ৩.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৪.২৯ পয়েন্টে ও ১২১৩৪.৭১ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২.৭১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৬.২৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৯ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮৭ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১২ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।