ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বরের (২৬) দুটি হাত নেই। আঙুলের ছাপ দিতে না পারার কারণে আবেদন করেও দীর্ঘ প্রায় তিন বছর ধরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছিলেন না। গত ২১ সেপ্টেম্বর ‘হাত না থাকায় জসিমের জুটছে না এনআইডি কার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তার এনআইডি কার্ড করে দেওয়া আশ্বাস দেয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
জসিম মাতুব্বর বলেন, আমাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সর্বশেষ আমার হাত না থাকায় এনআইডি কার্ড হচ্ছিল না, এ নিয়ে একটি সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে খবর দিয়ে ডেকে নেন এবং তিনি আমার সঙ্গে থেকে ভোটার আইডি কার্ডের জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করে দেন। এ ছাড়াও তিনি আমাকে পাঁচ হাজার টাকা সহায়তা করেন। আমার দুটি হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি সকলের কাছে দোয়া চাই।
নগরকান্দা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শাওন সাগর বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। জসিম মাতুব্বর পা দিয়ে স্বাক্ষর করেছেন। চোখের আইরিশ নেওয়া হয়েছে। যেহেতু তার দুটি হাত নেই, ফলে আঙুলের ছাপ নেওয়া যায়নি। হাত না থাকার বিষয়টি চিঠির মাধ্যমে কমিশনে জানানো হবে। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে আশা করি তার জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য মনোবল আর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছেন জসিম। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় তিনি নানা সমস্যার মুখে পড়ছিলেন। জানতে পেরে জসিমকে খবর দিয়ে ডেকে আনা হয়। এরইমধ্যে তার এনআইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম শেষ করা হয়েছে।