News update
  • Stock market: DSE fails to sustain early gains, CSE extends rally     |     
  • Illegal arms, disinformation pose major challenges to BD polls: Officials     |     
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     

ইউএনও'র হাত থেকে কম্বল পেয়ে খুশি ছিন্নমূল, ভবঘুরে মানুষ

বিবিধ 2025-12-23, 11:21pm

vagrant-people-happy-receiving-blankets-from-the-upazila-nirbahi-officer-of-kalapara-f5e415dd02d911d2a764cd27a84a74d41766510511.jpg

Vagrant people happy receiving blankets from the Upazila Nirbahi Officer of Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কন কনে শীতে উষ্ণতায় জড়াতে শীতের কম্বল পেয়ে খুশি ছিন্নমূল, ভবঘুরে মানুষ সহ ভ্যান নিয়ে জীবন ও জীবীকার চাকা ঘোরাতে দিন রাত ছুটে চলা মানুষেররা। কুয়াশাচ্ছন্ন রাতে সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি এসব নিম্ন আয়ের মানুষের হাতে শীতের কম্বল পৌঁছে দেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। 

সূত্র জানায়, উপজেলার সিক্স লেন, ফোর লেন সড়ক সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সোমবার রাতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ। যেখানেই শীতে কষ্ট পাওয়া মানুষ জড়োসড়ো অবস্থায় দেখেছেন সেখানেই তিনি কম্বল বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, সোমবার রাতে অর্ধশত ছিন্নমূল, ভবঘুরে মানুষের মাঝে ইউএনও স্যার কম্বল বিতরন করেছেন। দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। - গোফরান পলাশ