News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

ডিএসইর বাজার মূলধন বাড়ল ১০০৭ কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-12-26, 8:10am

rtretre-0f367257a45653e99081f4bfe43bbdd91766715002.jpg




সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ বা ১ হাজার ৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫২.১৬ পয়েন্ট বা ১.০৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২২.৬৯ পয়েন্ট বা ১.২২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৭.৮৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ।

সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১১৪ কোটি ৮৭ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৮ কোটি ৭২ লাখ টাকা বা ৭.৪১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.১৩ শতাংশ ও ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪২.৫৬ পয়েন্টে ও ৮৪০৯.৭৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.১৮ শতাংশ ও সিএসই-৩০ সূচক  ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪৮.১৬ পয়েন্টে ও ১২১৪৭.৮৮ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ০.১৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৫৬.৭৩ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৭ কোটি ৯০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ২১ কোটি ৯১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর।