News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

বিজিএমইএ ও পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-12-11, 8:14am

dfewrwerwe-a7014d053c3b2486587caef557dfc04c1765419288.jpg




এখন থেকে বিজিএমইএএর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল - মাউন্ট এলিজাবেথ হসপিটাল অর্চাড, মাউন্ট এলিজাবেথ হসপিটাল নোভেনা, গ্লেনইগেলস হসপিটাল এবং পার্কওয়ে ইস্ট হসপিটাল এর বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সিঙ্গাপুর-ভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এর মধ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার উত্তরাস্থ বিজিএমইএ অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বিজিএমইএ এর পক্ষে পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের পক্ষে আইএইচএইচ হেলথকেয়ারের (IHH Healthcare) বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । 

বিজিএমইএ এর সদস্যরা তাদের স্ব স্ব পরিবারের সদস্যগন সহ এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিং সহ বিভিন্ন ফিক্সড প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও বিজিএমইএ এর সদস্য ২৪ ঘন্টা হটলাইন এক্সেস (০১৭১১৪৩৮৮৭৭), মেডিকেল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট সহযোগিতা এবং হাসপাতালে ভর্তির জন্য চাঙ্গি বিমানবন্দর থেকে পরিবহন সুবিধা পাবেন। এর পাশাপাশি শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞদের সাথে অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার এবং বিনামূল্যে চিকিৎসা পরিকল্পনা,‘মিট-দ্য-ডক্টরস’ সেশন সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা উপভোগ করবেন।

 বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কওয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য বিজিএমইএ এর একটি চলমান প্রচেষ্টার অংশ।”

পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, “এই সমঝোতা স্মারকটি আমাদের সদস্যদের প্রতি বিজিএমইএ এর দায়বদ্ধতা প্রতিফলিত করে। এখন আমাদের সদস্যরা সহজে এবং অগ্রাধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক হবে।”

উল্লেখ্য যে, ইতোপূর্বে বিজিএমইএ তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে দু'দফায় স্থানীয়ভাবে ১৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

 আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান বলেন, "বিজিএমইএ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিজিএমইএ এর সদস্যদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত। বিগত সময়ে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপতি, বিজিএমইএ এর বেশ কয়েকজন প্রাক্তন সভাপতিসহ অনেক ভিভিআইপি এবং ভিআইপি আমাদের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সসহ উল্লেখিত হাসপাতালগুলোতে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। আমরা বিজিএমইএ এর সম্মানিত সদস্যদের জন্য এমন জরুরি সেবা নিশ্চিত করবো।”

বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী একনিষ্ঠ উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের সঙ্গে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো, যা ১০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে এবং ৯ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড হলো এশিয়ার সর্ববৃহৎ প্রাইভেট হেলথকেয়ার প্রোভাইডার IHH Healthcare এর একটি অবিচ্ছেদ্য অংশ। সিঙ্গাপুরের এই অন্যতম প্রধান বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাটি জেনারেল মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোসায়েন্স সহ বিস্তৃত পরিসরের বিশেষায়িত সেবার জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটির আওতায় মাউন্ট এলিজাবেথ অর্চাড, মাউন্ট এলিজাবেথ নভেনা, গ্লেনইগেলস হাসপাতাল ও পার্কওয়ে ইস্ট হাসপাতালের মতো বিখ্যাত হাসপাতালগুলো অন্তর্ভুক্ত রয়েছে।