
ভেসপাবসের ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫–এ নবনির্বাচিত কমিটি ও সদস্যদের পরিবারবর্গ। ছবি: সংগৃহীত
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের (VESPBS) ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫। বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজনে ২০২৫–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব ও সংগঠনের সদস্য–পরিবারদের মিলনমেলা হয়ে ওঠে ফ্যামিলি ডে।
ভেসপাবস সভাপতি মো. আবুল কাশেম মোল্লা বলেন, ভেসপাবস শুধু ব্যবসায়ী সংগঠন নয়, এটি পারিবারিক বন্ধনের একটি প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, নতুন কমিটির পরিচিতি ও ফ্যামিলি নাইট সদস্যদের জন্য আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে।
সাংগঠনিক পরিচিতি, সাংস্কৃতিক পর্ব, ডিনার ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যা। ভেসপাবস ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সেবাদানকারী ব্যবসায়ীদের পেশাদার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।