
বাংলাদেশের মানুষ বরাবরই ফুটবল প্রেমী। বিশ্বকাপ আসলেই গোটা দেশ মেতে ওঠে উন্মাদনায়। বাড়ির দেয়ালে-ছাঁদে, গাছে গাছে উড়তে দেখা যায় প্রিয় দলের পতাকা। এবার সরাসরি ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি দেখার সুযোগ পাবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।
আগামী বছরের জুন মাসে মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের মহারণ ‘ফুটবল বিশ্বকাপ’। এর আগে বিশ্বকাপের ট্রফি যাবে কয়েকটি দেশে। এর অংশ হিসেবে বিশ্বকাপের ট্রফি আসবে বাংলাদেশেও।
জানা গেছে, ২০২৬ সালে জানুয়ারিতে বাংলাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি। এ সময় কাছে থেকে বিশ্বকাপের ট্রফি দেখতে পাবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তুলতে পারবে সেলফিও।
বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন করছে কোকা-কোলা। এ নিয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসার লক্ষ্যের কথা জানিয়ে মিকায়েল ভিনে বলেন, একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।
এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারই অংশ নেবে সবচেয়ে বেশি দল, তেমনি অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ম্যাচও।