News update
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     

৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-09, 7:01am

8876720c9e1f47613174ca5d4a401d93caf6b3d81ae79fef-32d4c821f330c675db7b69ec7e6198991762650096.jpg




সব প্রতিযোগিতা মিলিয়ে গত আট ম্যাচে আর্সেনালের রক্ষণদূর্গে ফাটল ধরাতে পারেনি কেউই। এই আট ম্যাচে একটা গোলও হজম করেনি গানাররা। অবশেষে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল। নিজেদের ঘরের মাঠে আর্সেনালের জালে দুবার বল পাঠাল আট মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ড। গানারদের সঙ্গে ড্র করেছে চমক দেখাল ব্ল্যাক ক্যাটসরা। এদিকে আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে চেলসি।

শনিবার (৮ নভেম্বর) স্টেডিয়াম অব লাইটে সফরকারী আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। প্রথমার্ধে দানিয়েল বালার্ডের গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকা সেই গোল শোধের পর লিয়ান্দ্রো ত্রোসার্দের গোলে জয়ের স্বপ্ন দেখছিল গানাররা। কিন্তু যোগ করা সময়ে ব্রায়ান ব্রবির গোলে এক পয়েন্ট ছিনিয়ে নেয় সান্ডারল্যান্ড।

এই ম্যাচে ড্র করে ১১ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারে আছে সান্ডারল্যান্ড। সমান ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে আর্সেনালই আধিপত্য দেখিয়েছে। কিন্তু স্রোতের বিপরীতে গোল করে চমকে দেয় স্বাগতিকরা। ডি-বএক্সে নর্দি মুকিয়েলের হেড পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোল করেন বালার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় আর্সেনাল। ফলও পায়। ৫৪ মিনিটে সান্ডারল্যান্ড নিজেদের সীমানায় বল হারালে মিকেল মেরিনোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোল করে গানারদের সমতায় ফেরান সাকা।

এর কিছুক্ষণ পর দ্বিতীয় গোলও পেয়ে যায় আর্সেনাল। মার্তিন জুবিমেন্দির পাস পেয়ে জোরাল শটে জাল খুঁজে নেন ত্রোসার্দ।

দ্বিতীয় গোল হজম করে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যাক্রোবেটিক শটে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান বদলি নামা ব্রবি। আর্সেনাল ফাউলের দাবি করলে ভিএআর দেখে রেফারি গোলের বাঁশি বাজান।

এদিকে স্টামফোর্ড ব্রিজে সফরকারী উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি। ঘরের মাঠে একক আধিপত্য দেখানো চেলসির হয়ে গোলগুলো করে–মালু গুস্ত, জোয়াও পেদ্রো এবং পেদ্রো নেতো।

এই জয়ে ১১ ম্যাচ শেষে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেলসি। অন্যদিকে ১১ ম্যাচ শেষেও জয়ের মুখ না দেখা উলভসরা ২ ড্রয়ে পাওয়া ২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে আছে।