News update
  • Fire breaks out Kolomteji area in Sundarbans     |     
  • United Nations World Water Development Report 2025     |     
  • World Day for Glaciers & World Water Day 2025 March 22     |     
  • Exhausted Gazans wake from another night of Israeli bombing     |     
  • Interim government must maintain highest neutrality: Fakhrul     |     

মেসিকে ছাড়াই ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-21, 7:14pm

5435452-c2bb3fb9e46a3f4c5b787ce7deee03b41742562888.jpg




বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছিল আলবিসেলেস্তারা। নতুন বছরে উরুগুয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মিশন শুরু করবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসিকে পাচ্ছে না তারা।

শনিবার (২২ মার্চ) মন্টিভিডিও সেন্টেনারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দু’দল।

এই ম্যাচে ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসি পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। তবে চোটকে অজুহাত হিসেবে দেখতে চাননা কোচ লিওনেল স্কালোনি। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ম্যাচে জয় চান তিনি।

স্কালোনি বলেন, দলে বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছে। যাদের কয়েকজনকে হারানোর শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই ঘটেছে। এখন যারা দলের সঙ্গে আছে, তাদেরকে নিয়েই ভাবতে হবে। এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিতে হবে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। বিপরীতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে। কলম্বিয়াকে হারিয়ে দুইয়ে উঠেছে ব্রাজিল।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। আর্জেন্টিনা ও উরুগুয়ের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন Sportzfy অ্যাপে। এ ছাড়াও টফি ও ইয়াসিন টিভি অ্যাপেও দেখা যাবে এই ম্যাচ।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনর্দো বলের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস ওতামেন্ডি, ফ্যাকুন্ডো মদিনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।  

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোন।

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিংগুয়েজ, দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া। আরটিভি