News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

৬ মাসে যত বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-30, 8:17am

img_20250530_081542-82c451f7d47d8daac58f527587fc65831748571456.jpg




কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে হামলার পর বিশেষ অভিযানে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আটক অন্তত ৪৭০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর অবৈধ অভিবাসী ও বিদেশিদের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে দিল্লি পুলিশ। এই অভিযানে ৫২০ জনকে আটক করা হয়; তাদের মধ্যে ৪৭০ জন বাংলাদেশি অভিবাসী।

ভারতের পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের আটকের পর গত এক মাসে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটি থেকে ৩-৪টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আগরতলা পাঠানো হয়েছে। গত ছয় মাসে ৭৭০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ নভেম্বর থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত প্রায় ২২০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী ও ভিসার মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ৩০ বিদেশিকে আটক করে দিল্লি পুলিশ। এসব অভিবাসী ও বিদেশিকে নিজ নিজ দেশের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) কাছে হস্তান্তর করা হয়। এরপর রেল ও সড়কপথে দেশের পূর্বাঞ্চলে নিয়ে গিয়ে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আটককৃত অভিবাসীদের ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে যান দিল্লি পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নের সদস্য ও এফআরআরওর কর্মকর্তারা। সেখান থেকে তাদের বাসে করে সীমান্তে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন বিএসএফের সদস্যরা।

২০২৪ সালের শেষের দিকের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।  সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস