News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

৫০তম বিসিএস: আইন-শৃঙ্খলা রক্ষায় শতাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-01-19, 7:56am

4acc2f1d1f7a43956e125ee5f2783534db0ebf087c16da86-a89992d59279afe174120713f97526851768787819.jpg




৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভিতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯২টি পরীক্ষার হলের প্রতিটির জন্য ১ জন করে ৯২ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।’

 

নিয়োগ করা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশনা দেয়া হলো।’

আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ৯২টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে।