
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ও দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলবে।
এ বছর বিজ্ঞান ইউনিটের মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬০ জন ভর্তিপ্রত্যাশী। ঢাকার কেন্দ্রগুলোর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও সময় ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাটি (যা আজ হওয়ার কথা ছিল) একদিন পিছিয়ে আগামীকাল ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে।
এদিকে আজ যেসব শিক্ষার্থী এমআইএসটি ও ঢাবি উভয় পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের সুবিধার্থে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আজ মেট্রোরেলের চলাচলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং বিশেষ ট্রিপ বা অতিরিক্ত মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এক নজরে আজকের পরীক্ষা-
ইউনিট : বিজ্ঞান ইউনিট।
সময় : বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আসন : ১ হাজার ৮৯১টি।
মোট পরীক্ষার্থী : ১ লাখ ১৪ হাজার ১১৪ জন।
কেন্দ্র : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।