News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

এইচএসসি কারিগরি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-03-28, 5:32pm




এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নির্বাচিত কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম-অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কেন্দ্র বাতিল করা হবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের প্রথমবর্ষ ও দ্বিতীয়বর্ষ চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষাকেন্দ্রের তালিকা (লিখিত-ব্যবহারিক পরীক্ষা) সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রকাশ করা হলো।

কেন্দ্রগুলোকে কক্ষ পরিদর্শকের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট কেন্দ্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট কেন্দ্রে অন্তর্ভুক্ত পরীক্ষার ভেন্যু সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কিংবা প্রয়োজনে বিশেষ কারণবশত সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন নির্ধারণ করবেন ও কেন্দ্রকে ঠিকানাসহ ভেন্যুর একটি তালিকা পরীক্ষা শুরুর আগেই বোর্ডে পাঠাতে হবে।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।