News update
  • Foreign Loan Disbursement Drops 30% Amid Rising Debt Burden     |     
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     

আ.লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-28, 9:01pm

rgetertwe-4313a301b3caa5b702dc2dc3829744351769612493.jpg




আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবার তো নৌকা নেই, নৌকা এবার পালিয়েছে। হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারীরা রয়েছেন, তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।

ফখরুল বলেন, আমরা পরিষ্কারভাবে হিন্দু ভাই-বোনদের বলছি- আপনারা কোন চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ, তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।