News update
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-28, 8:52am

rtertree-65b25e47c23f06b157a168d1574e31791769568726.jpg

রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।



জলাবদ্ধতা সমস্যা ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের সব রকমের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের এই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই অনেকে তাদের স্বজনদের হারিয়েছে।

তিনি বলেন, ২০২৪ এর যেই গণ-অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানে উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার মানুষের বিশাল অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

একইসঙ্গে আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে।

এ ছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এর আগে, বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহ নির্বাচনি সমাবেশ করতে রওয়না হন তারেক রহমান। সেখানে সমাবেশ শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১২টায় সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।