
দীর্ঘ প্রায় দুই দশক অপেক্ষার পর নিজ পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এদিকে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের জানান, বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে বগুড়া জেলা এখন উৎসবমুখর। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা শেষ করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।
দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত বড় জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বগুড়ায় তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদরের প্রতিটি গ্রাম-মহল্লায় আনন্দের জোয়ার বইছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করছে বিএনপি।