News update
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় বেঁধে দিলো ইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-09-20, 8:16pm

6a14c87658104b9705bd6e35483a54e0421d8ad4621bebb8-07771976dff76ab5663755f23fa964481758377772.jpg




বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি এই খবরকে ‘দুরভিসন্ধিমূলক প্রচারণা’ বলে অভিহিত করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ছড়িয়ে পড়ে। একাধিক অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

এসব প্রতিবেদনে দাবি করা হয়, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা পড়া দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে।

আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাচাই-বাছাই করা হবে না।

তবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এটাকে ভুয়া খবর বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারিভাবে এ রকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধীমূলক প্রচারণা।’