News update
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     

পরীক্ষায় ভালো ফলাফল লাভের আমল

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-04-10, 6:46am

122282e60579614bc2993a65fb20ec3a424e15e7c4ce65f0-f21fab2a7c9b8d0b0fedb7216f6576ad1744245968.png




জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। পরীক্ষা মানেই টেনশন। মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন।

ইহকালীন পরীক্ষা যতটা সহজ; পরকালীন পরীক্ষা ততটা সহজ নয়-- এজন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া নবীদের শিক্ষা। যার পরীক্ষার প্রস্তুতি যতো ভালো তার পরীক্ষাও ততো ভালো হয়।

পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা অবশ্যই রাখতে হবে। তার কাছে সাহায্য চাইতে হবে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত ‘সালাতুল হাজত’ পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ: ১৩১৯)

পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া

পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভালো থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন । এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে।

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া

 رَبِّىْ زِدْنِىْ عِلْمًا (উচ্চারণ: রব্বি জিদনি ইলমা।) 

অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন। 

পরীক্ষা ভালো হওয়ার আমল

পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন শিখতে হবে। সর্বোপরি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

পরীক্ষা ভালো করার ৫ দোয়া

১. رَبِّ زِدْنِي عِلْمًا (উচ্চারণ: রব্বি জিদনি ইলমা।) 

অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন। (সুরা তহা: ১১৪)

২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى (উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি।) 

অর্থ: হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার কাজ সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দেন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা: ২৫-২৮)

৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ (উচ্চারণ: আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস।) 

অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন। (বুখারি: ৪৫৩; মুসলিম: ২৪৮৫)

৪.  ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار (উচ্চারণ: আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।)

অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১)

৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر (উচ্চারণ: রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর।) 

অর্থ: হে আমার প্রতিপালক! আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দেন। (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯) সময়।