Businesmen who suffered losses in recent fire in Kalapara were given CI Sheets and cash money on Monday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আজ রবিবার শেষ বিকেলে এ সব সরকারি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাসউদ্দিন, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মম্বিপাড়ার নতুনপাড়া বাজারের দোকানি হাবিবুর রহমান, আল-আমিন, বাচ্চু মিয়া, মো. মিজান ও আব্দুর রাজ্জাকের দোকানপাট মালামালসহ অগ্নিকাণ্ডে পুড়ে ব্যাপক ক্ষতি হয়। - গোফরান পলাশ