News update
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     

দুপুর থেকে যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-04-29, 7:29am

4t43525-598f58436c00a5b70fca96ef8afc22541745890151.jpg




নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) রাজধানীর কিছু স্থানে দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় স্বল্পচাপ থাকবে।

সোমবার (২৮ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়কে নব নির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দী সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।