News update
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     
  • Massive fire at Gazipur factory; 500 workers evacuated     |     

ফসিল জ্বালানির ঝূঁকি এড়াতে রঙিন নৌবহর কর্মসূচি

জলবায়ু 2025-11-19, 11:29pm

colourful-vesssels-held-a-voyage-in-kalapara-on-wednesday-marking-the-cop30-negotiations-3bc0cae02fd3399a69faa41115fc9a2a1763573392.jpg

Colourful vesssels held a voyage in Kalapara on Wednesday marking the COP30 negotiations.



পটুয়াখালী: বিশ্বব্যাপী ‘ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক কর্মদিবস- ২০২৫’ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধার মানিক নদীর বুকে অনুষ্ঠিত হলো রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ কর্মসূচি। বুধবার  সকাল ১০টায় অনুষ্ঠিত এই নৌবহর কর্মসূচিতে নদীর দু’তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই নদীতে জড়ো হতে থাকে রঙ-বেরঙের নৌকা; প্রতিটি নৌকায় ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব বার্তা। নদীর দুই তীরের মানুষ হাত নেড়ে নৌবহরের প্রতি সমর্থন জানান।

অংশগ্রহণকারীরা জানান, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও পাইপলাইন সম্প্রসারণ শুধু জীববৈচিত্র্য নয়, মানবজীবনের জন্যও হুমকিস্বরূপ। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব প্রকল্পের কারণে সমুদ্র উপকূলের ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু ঝূঁকি আরও তীব্র হবে।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব।

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াই এখন পরিবেশ রক্ষার ওপর নির্ভর করছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ করে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান তারা।

পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নৌবহরটি নদীর মোহনায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। - গোফরান পলাশ