National Press Club started distributing Eid gifts to its members with support from the Nabil Group on Sunday 23 March 2025.
জাতীয় প্রেস ক্লাব সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে নাবিল গ্রুপের সহযোগিতায়। রোববার ২৩ মার্চ সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন হেড অব এ্যাডমিন মেজর মোঃ পারামুদ্দিন। তিনি উপস্থিত ব্যবস্থপনা কমিটির সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে হাসান হাফিজ নাবিল গ্রুপের হেড অব এডমিনের হাতে শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন
এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি এবং একেএম মহসীন উপস্থিত ছিলেন। নাবিল গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ এডমিন সাইফুল কবির সালমান এবং জনসংযোগ ব্যবস্থাপক মো: বদরুদ্দোজা। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল। - প্রেস বিজ্ঞপ্তি