
ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বৃত্তি কর্মসূচির তথ্য জানাচ্ছেন রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়া।
ছবি: ফেসবুক
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি করেছে রাশিয়া সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে মোট ২০০টি বৃত্তি দেবে দেশটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকায় এক সেমিনারে এ তথ্য জানান রাশিয়ান হাউসের নতুন পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়া। তিনি বলেন, “বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে রাশিয়া গুরুত্ব দিচ্ছে। তাই এ বছর বৃত্তির সংখ্যা বাড়িয়ে ২০০ করা হয়েছে, যা পাঁচ বছর আগে ছিল মাত্র ৬৫টি।”
বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে education-in-russia.com ঠিকানায়। আবেদন গ্রহণ করা হবে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও মার্কশিটের মূল ও ফটোকপি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত ২০২৬ সালের সেপ্টেম্বরের পর ১৮ মাস পর্যন্ত।
অনলাইনে আবেদন শেষে রাশিয়ান হাউস ইন ঢাকায় শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, সম্মতিপত্র এবং একটি রঙিন ছবি জমা দিতে হবে।
বৃত্তি সংক্রান্ত তথ্য জানতে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে যোগাযোগ করা যাবে।
আলেকজান্দ্রা বলেন, “আমাদের লক্ষ্য প্রতিভাবান বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেওয়া, যাতে তারা দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”