News update
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     

জেন-জি বিক্ষোভ: পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-09-08, 11:14pm

fdgtete-18bfc51fc502e93e17e707aa48a6bdd61757351680.jpg




নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।

সোমবার সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর মতে, সোমবারের ‘জেনারেল জেড’ বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে দুজন নিহত হওয়ার পর, এবং ৪০০ জনেরও বেশি আহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী লেখক নৈতিক কারণে পদত্যাগ করেন।

এর আগে, নেপালি কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, কিন্তু লেখক মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তার সিদ্ধান্তের কথা জানান।

লেখককে ১৫ জুলাই, ২০২৪ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়।

জবাবদিহিতা এবং শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে তরুণ- নেতৃত্বাধীন একটি প্রচারণা হিসেবে শুরু হওয়া জেনারেল জেড বিক্ষোভ নেপালের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংসদ ভবনের ভেতরে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে সংঘর্ষ সহিংসতায় পরিণত হয়।

সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য নগর কেন্দ্রগুলোতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে, যেখানে পুলিশ জনতার উপর গুলি চালায়, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি হয়।  

এর আগে সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে হাজার হাজার বিক্ষোভকারী ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেন।