News update
  • Dhaka’s air world’s worst Wednesday morning     |     
  • Investigation on 330 enforced disappearance victims not yet back     |     
  • Shake-up in administration: AL-era officials under surveillance     |     
  • Volker Türk presenting UN fact-finding report on BD in Geneva     |     
  • Food prices soar as Israel blocks aid into Gaza     |     

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-03, 6:28pm

ewewrew-1b46cc505f9f31da8fda3c4d1b048a9b1741004880.jpg




বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান তিনি।

হাদজা লাহবিব বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে ইইউ। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইউইয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

লাহবিব ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

ইইউ কমিশনার আরও বলেন, সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ।

এসময় সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ড. ইউনূস বলেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

ড. ইউনূস বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল বড় সমস্যা কিন্ত কোনো সমাধান ছাড়াই চলছে এ সংকট। এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।সময়