News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

জাকেরের বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-25, 9:29am

f6e4990308436b0126f395196ea2095d75e087c1e572a0e2-ae3ac9189d48b6bf6bfa054eb9c092d51758770994.jpg




এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু করেছিলো বাংলাদেশ। গ্রুপপর্বে অপরাজিত থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় লিটন দাসের দল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। কিন্তু এখনও ফাইনালের স্বপ্ন দেখছেন ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দেয়া টাইগার ব্যাটসম্যান জাকের আলী। তার বিশ্বাস, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে ৪১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারাতে পারলেই আবার এশিয়া কাপের ফাইনালে উঠবে টাইগাররা।

ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকের আলী বলেন পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে হবে বাংলাদেশকে। তার বিশ্বাস, ভারতের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।

জাকের আলী বলেন, 'অবশ্যই আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু নিতে পারি। আগামীকাল আমাদের আরেকটি ম্যাচ আছে। তো এসব জিনিস মাথায় রেখে সেই ম্যাচ জিততে পারব এবং ফাইনালে উঠতে পারব।

এদিকে শুরুতেই তানজিম হাসানের বলে অভিষেক শর্মার ক্যাচ মিস করেছিলেন জাকের আলী। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মনে করেন ক্যাচ মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিলো।

জাকের বলেন, ‘আপনি বলতে পারেন। কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’

জাকের আলী বোলারদের প্রশংসা করলেও, বাংলাদেশ যে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি তাও শিকার করেছেন। এক সাইফ হাসান ছাড়া কেউই লড়াই করতে পারেনি।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমরা ভালো এক্সিকিউট করি নাই। আপনি যদি শেষ কয়েকটা ম্যাচ দেখেন, মাঝের ওভারে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাঁদের রিস্ট স্পিনার ছিল, চায়নাম্যান ছিল। আমরাও আজকে ভালো করতে পারি নাই।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।