News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

ভারত ম্যাচের আগে টাইগার শিবিরে বিশাল সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-24, 7:22pm

ertretew534-3791cfad605e62919e821418e2586a3d1758720155.jpg




এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। ফাইনালে ওঠার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে বড় সুখবর পেয়েছে লিটন বাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান।

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম।

এদিকে শ্রীলঙ্কা ম্যাচে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি আছেন ৪১ নম্বরে। ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটনের উন্নতি ২ ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম।

এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের অভিশেক শার্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের তিলাক ভার্মা।

বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা ম্যাচে ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন বাঁহাতি পেসার। এতে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি।

ওই ম্যাচে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী হাসানের উন্নতি ৩ ধাপ, আছেন ১৭তম স্থানে। না খেলেই দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

পাকিস্তানের পেসার হারিফ রউফ ৯ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। ভারতের কুলদিপ ইয়াদাভ দুই ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।