সমীকরণের মারপ্যাঁচ পাড়ি দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে আগামীকাল (২০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
২০ তারিখের ম্যাচের পর টাইগারদের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। ভারতীয়দের বিপক্ষে ওই ম্যাচের পর বিশ্রামের কোনো সুযোগ নেই লিটন বাহিনীর। কারণ পরের দিনই টাইগারদের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।
এশিয়ান দুই জায়ান্টের বিপক্ষে পরপর দুই দিনে দুই ম্যাচ খেলাটা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। আর এবারের এশিয়া কাপে এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে শুধু বাংলাদেশকেই। পাকিস্তানের পরপর দুটি ম্যাচ থাকলেও এর মধ্যে একদিনের বিরতি পাচ্ছে সালমান আঘার দল।
পরপর দুই দিন ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ মানলেও অভিযোগ নেই বাংলাদেশ কোচ শন টেইটের। পরিস্থিতি মেনে নিয়েই নিজেদের প্রস্তুত করার কথা ভাবছেন এই পেস বোলিং কোচ।
টেইট বলেন, ‘পরিস্থিতি যেটা আছে আমাদের সেটাই মনে নিতে হবে। সূচিটাই এমন। আমরা অনুশীলন করব এবং পরের দিন খেলব। আধুনিক ক্রিকেটে আমাদের কাছে রিকোভারি, ডাটা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচও আছে। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট, এটাই সূচি। আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলব।’
গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে এখন সেটাকে মাথায় না রেখে সামনের ম্যাচগুলোতে দলের সেরা ফলাফলটা বের করে আনতে চান অজি কোচ টেইট, ‘এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেয়ার সুযোগ থাকে।’