জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়। এ ছাড়া এখনও টেস্টে অভিষেক না-হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
প্রথম টেস্টের দল থেকে জাকির হাসান ও পেসার নাহিদ রানা বাদ পড়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাহিদকে ছুটি দিয়েছে বিসিবি। প্রায় তিন বছর পর দলে ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়।এছাড়া দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া আঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
উল্লেখ্য, ২০২২ সালের জুনে সবশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় আছেন তানভীর। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে। এর আগে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে শান্তর দল।আরটিভি