সময়টা ভালো কাটছে না লিটন দাসের। ফর্মহীনতার কারণে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পাননি ড্যাশিং এই ওপেনার। তবে এই অফফর্মের মধ্যেও তাকে পাকিস্তান সুপার লিগে কিনেছিল করাচি কিংস। কিন্তু সেখান থেকেও দেশে ফিরতে হচ্ছে দুর্ভাগ্য নিয়ে।
এবারের পিএসএলের পুরো আসরে খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। টুর্নামেন্টটি খেলতে গত ৯ এপ্রিল দেশটিতে পা রাখেন তিনি। আজ (১২ এপ্রিল) রাতে তার ফ্র্যাঞ্চাইজি করাচির প্রথম ম্যাচ। অথচ সেই ম্যাচের আগেই দেশে ফিরতে হচ্ছে এই ব্যাটারকে।
পিএসএলে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। দেশের এক সংবাদমাধ্যমকে লিটন জানিয়েছেন, একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে তার। তিনি আরও জানান, চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। আর সে কারণেই করাচির ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন তিনি।
৩০ বছর বয়সী লিটন দাস এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ খেললেও এখন পর্যন্ত পিএসএলে অভিষেক হয়নি তার। সবকিছু ঠিকঠাক থাকলে এবার হয়তো সেই সুযোগ ছিল। কিন্তু চোটের কারণে সেটা আদৌ আর সম্ভব হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।