News update
  • Mosquitoes invade Jahangirnagar University: Students suffer     |     
  • Half of world’s CO2 emissions come from 36 fossil fuel firms     |     
  • New Report Finds Sexist Laws Persist Worldwide     |     
  • Kashmir Rivers Run Dry, Snow Disappears, and Hope Dissipates     |     

বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-03, 6:31pm

trtrtwrw-9699c1fa17e1a5619175e4174e827d9b1741005111.jpg




বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সমালোচনা কম হচ্ছে না। মূলত, পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের সমালোচনায় মুখর ভক্ত-সমর্থকরা। এর মাঝেই জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরে আজ সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বিশেষত, যারা কেবল টেস্ট খেলেন তাদের প্রতি বাড়তি নজরের কথা জানান নাজমুল আবেদীন।

সংবাদ সম্মেলনে নাজমুল আবেদীন বলেন, 'ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি দুটোই বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা শুধু টেস্ট ফরম্যাট খেলেন, অন্যদের তুলনায় তাদের সুযোগ একটু কম। যারা একাধিক ফরম্যাট খেলেন, তাদের চেয়ে শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আয় কম হয়। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি।'

সুযোগ-সুবিধা বাড়ানো হলেও ক্রিকেটারদের পারফরম্যান্সের ঘাটতি নিয়ে কোনো আলাপ করেননি নাজমুল আবেদীন। বিশেষত, চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা কিংবা দলের সার্বিক অবস্থা নিয়ে অন্য একদিন বোর্ড বসবে বলে জানান তিনি। সেদিন কেবল জাতীয় দল নিয়েই আলোচনা হবে।