News update
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     

পার্বত্য অঞ্চলের নারী খেলোয়ারড়রা দেশের সুনাম বয়ে আনছে - পার্বত্য উপদেষ্টা

ক্রিকেট 2025-02-10, 11:44pm

cht-affairs-adviser-supradeep-chakma-inaugurating-first-division-cricket-league-in-khagrachhari-on-monday-10-feb-2025-7a83728e211bb10b14c210a32ea42aed1739209480.jpg

CHT Affairs adviser Supradeep Chakma inaugurating first division cricket league in Khagrachhari on Monday 10 Feb 2025._11zon



খাগড়াছড়ি, ১০ ফেব্রুয়ারি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের নারী খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বয়ে আনছে। রূপনা চাকমা ও মনিকা চাকমাদের গোলে বাংলাদেশ নারী ফুটবলার দল সাফ গেমস চ্যাম্পিয়ন হয়েছে।

খেলাধুলায় নবীন যারা তোমাদেরও তাদের মতো প্রতিভাময়ী হতে হবে। তোমাদের খেলাধুলার মানকে উন্নত করতে কঠোর অনুশীলন করতে হবে।

আজ খাগড়াছড়ি সার্কিট হাউসের সভাকক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি বালিকা অনূর্ধ্ব ১৭ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পরে তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি জেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিতব্য ৬০ জন ছাত্রছাত্রীর হোস্টেল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেন। প্রকল্প কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া উপদেষ্টা কমলছড়ি পাইলট পাড়া পার্বত্য বোদ্ধ মিশন পরিদর্শন করেন।

এর আগে আজ সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন অনুষ্ঠানে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা; খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। - তথ্যবিবরণী