News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

পিএসএল দ্রুত এগিয়ে যাওয়ার কারণ জানালেন তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-30, 2:31pm

image-311114-1738223653-1-d48353ba9a36757a06a9659504cab3fa1738225913.jpg




দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বিপিএল, যার যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে। টুর্নামেন্টটির ১১তম আসর শেষ হতে চললেও বিতর্ক পিছু ছাড়েনি। অথচ বিপিএলের এক বছর পর যাত্রা শুরু করে বিপিএলের থেকে অনেক ওপরে উঠে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

বুধবার (২৯ জানুয়ারি) বরিশালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পিএসএলের সাফল্যে রহস্য উন্মোচন করেছেন তামিম ইকবাল।

তামিম বলেন, ওখানে (পাকিস্তান) ক্রিকেট কোয়ালিটি এতটাই ভালো। আমরা ৭-৮টি দল নিয়ে শুরু করেও… খেলোয়াড়রা বলতে পারে দল বেশি থাকলে লোকাল প্লেয়ারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কম হলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধা বাড়বে। আমার মতে ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দল হলে ভালো হয়।

বিপিএলের শুরু দিকে বড় বড় তারকা ক্রিকেটাররা খেলতে আসলেও এখনও আর দেখা যায় না তেমন। খেলতে আসলেও পুরো সময়টা তাদের পাওয়া যায় না। যার অন্যতম কারণ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে বিপিএলের সূচি সংঘর্ষ।

তাই বিপিএলের একটি সূচিতে পরিবর্তন চান তামিম। তার ভাষ্য, আমার মনে হয় বিপিএলের প্রথম শিডিউল ছিল অক্টোবর-নভেম্বরের দিকে। এটা ভালো সময় ছিল। এ সময় এসএ-টোয়েন্টি ও আইএলটি-টোয়েন্টি এই দুই মেজর লিগের সাথে সাংঘর্ষিক হবে না।

নিজের এমন পছন্দের পেছনে যুক্তিও দেখিয়েছেন এই বাঁহাতি, একবার বিপিএলের সূচি পরিবর্তন হয় বাংলাদেশ দলের খেলা থাকায়। এ ছাড়া ওই সময়েই হতো। কারণ, তখন তেমন খেলা থাকে না। তখন শুধু হয়তো আবুধাবি টি-টেন। একটা টুর্নামেন্টের সাথে সাংঘর্ষিক হওয়া দুটার চেয়ে ভালো।

সম্প্রতি বিগব্যাশে বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে নতুন নিয়ম এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চারজনের জায়গায় দুইজন করে বিদেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চারজনই আদর্শ বলে মনে করেন তামিম।

তিনি বলেন, দুই বিদেশি না, আমার মতে চার বিদেশিই ঠিক আছে। পিএসএলে আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি খেলতে যায়। অথচ পিএসএলে একসময় দল ছিল পাঁচটি। আরটিভি