News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

রাকসু: দুই হলের ফলাফলে ভিপি পদে এগিয়ে জাহিদ, জিএস পদে আম্মার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-10-17, 12:41am

feeb08358c0e48cbb8cb27ac09eb50fa0ab86351fc0d46a3-821c7caca40d4c7089cbaa5ae8dac2871760640089.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মুন্নুজান হলের পর রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঘোষিত হয় এই ফলাফল।

ঘোষিত ফলাফলে দেখা যায় রোকেয়া হলে সহ সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ৭৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২১১ ভোট।

এর আগে ঘোষিত মুন্নুজান হলের ফলাফলেও মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।

রোকেয়া হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৬৬১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।

মুন্নুজান হলেও সালাহউদ্দিন আম্মার ৮৪১ পেয়ে সবার থেকে এগিয়ে থাকেন।

সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৩৪৬ পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন  ২৯৯ ভোট।

মুন্নুজান হলেও এস এম সালমান সাব্বির ৫৫৩ পেয়ে এগিয়ে থাকেন।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।