News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-03-31, 7:51am

b1bd5a4a6ad116e875042b9f6f355233d39e159c0ca7e450-3266db73580a6e030be9315c482d27231743385886.jpg




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। মাসব্যাপী রোজা পালনের পর স্থানীয় সময় রোববার (২০ মার্চ) রুশ মুসলিমরা ঈদ উদ্‌যাপন করেন।

সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’

রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর তাৎপর্যপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেছেন পুতিন। 

দাতব্য, শিক্ষামূলক ও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে মুসলিমদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের মতো প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।  সময়।