News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

গ্রীণওয়াচ ডেক্স উৎসব 2024-01-08, 2:54pm

kjhfikjfa-324d2aba4d05862a82e28fb97875f9161704704069.jpg




পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে উৎসবটি। ইতোমধ্যে চলতি বছরের সিনেমাগুলো প্রদর্শনের সময়সূচি প্রকাশ করেছে এই উৎসব কমিটি।

এদিন বিকেল ৪টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী সিনেমা হিসেবে এবারের উৎসবে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। উৎসবের এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি মনোনীত হয়েছে। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের নির্মিত এই সিনেমাটিতে আরও রয়েছেন— রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমনসহ অনেকে।

অন্যদিকে সন্ধ্যা ৭টায় দেখানো হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। একই ভেন্যুতে ২১ জানুয়ারি বিকেল ৫টায় দেখানো হবে ইফফাত জাহান মম নির্মিত ‘মুনতাসির’। এরপরের দিন জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিকের ‘ইতি চিত্রা’।

পাশাপাশি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনেই দেখানো হবে লিসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখা যাবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’।

২৬ জানুয়ারি সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমানের চলচ্চিত্র ‘ইছামতী’।

প্রসঙ্গত, চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা। উৎসবে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মীলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জীসহ বিভিন্ন দেশের নামিদামি সব তারাকারা। আরটিভি