
The wintry chill intensified amid dense fog in Kalapara on Sunday 28 Dec 2025.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। উপজেলার অনেক স্থানে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারের নিচে। সারা দিনে দেখা মিলছেনা সূর্যের।
ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে গেছে সড়ক। এতে দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া প্রতিনিয়ত বেড়েই চলছে শীতের তীব্রতা। আজ রবিবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তি পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ সকল ধরনের যানবাহনের চালকরা। অনেকেই আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
দিন মজুর মানিক মিয়া বলেন, এই দুই দিন যাবৎ কাজে যেতে পারছিনা। আজকে সূর্যের মুখ দেখতে পারিনি। কুয়াশায় কিছুই দেখা যায় না। আমার মতো অনেকেই কাজে যেতে পারছেনা।
উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের আলী মাঝি বলেন, এই ক'দিন ধরে প্রচুর শীত পড়ছে। একারনে আমাদের এলাকায় গলা ব্যাথা, কাশি, সর্দি বেড়ে গেছে। - গোফরান পলাশ