News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

কালবৈশাখীসহ ১৬ জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-19, 7:04am

a572ca4f810bc93613e00f506212abc4d3ef46f397e50e6b-2c652b797e3fe5a2bfb9d105e3149e801747616696.jpg




সারা দেশে চলমান ঝড়-বৃষ্টির মধ্যেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১৬ জেলার ওপর দিয়ে কালবৈশাখীসহ প্রচুর বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (১৮ মে) রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, রোবার (১৮ মে) দিবাগত রাত ১২ থেকে পরবর্তী পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নিলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, ময়মনসিংহ (উত্তরাংশ), সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, জামালপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতি প্রবল বর্ষণ পারে।

এসব এলাকার ওপর দিয়ে কালবৈশাখীসহ প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে।

এ ছাড়াও দেশের অনেক এলাকায় প্রচুর বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।