News update
  • Half of world’s CO2 emissions come from 36 fossil fuel firms     |     
  • New Report Finds Sexist Laws Persist Worldwide     |     
  • Kashmir Rivers Run Dry, Snow Disappears, and Hope Dissipates     |     
  • Gaza recovery must be built on more than steel and concrete     |     

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে শুক্রবার

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-03-06, 12:27am

452525-bb1d46e6b9732bf73c4efdfed8724eb31741199249.jpg




অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’। স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) রাতে ১৫৫ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের দিকে ধেয়ে আসছে। বুধবার (৫ মার্চ) সকাল থেকে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড়টি। 

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার গভীর রাতে কিংবা সকালের দিকে রাজধানী ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ডকোস্টে ঘন্টায় ১৫৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে আলফ্রেড।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রিসবেন শহরে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে I 

এর কারণে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে জনবহুল বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। সমুদ্র উপকূলীয় শহরের অসংখ্য বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

প্রসঙ্গত, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তবে বেশিরভাগ প্রবাসী শহরের কেন্দ্রের কাছাকাছি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।