News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

কুয়াকাটায় হোটেল রুমে প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ করায় ১৪ দিনের কারাদণ্ড

আদালত 2025-10-16, 11:03pm

one-awarded-14-days-in-prison-for-taking-video-of-tourist-at-kuakata-hotel-room-508f64b55ea24dfd91858797989f1efd1760634215.jpg

One awarded 14 days in prison for taking video of tourist at Kuakata hotel room.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল রুমে অনধিকার প্রবেশ করে পর্যটকের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম নামের একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে । বুধবার শেষ রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যে প্রনোদিত ভাবে দু'টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।

অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দু'টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীররাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ডেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও দারুণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি। 

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাই। পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। অপরাধীদের জন্য এটা একটি বার্তা, যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়। - গোফরান পলাশ